ঝাড়গ্রামে মাধ্যমিক পরীক্ষার্থীকে ‘খুন’, দেহ নিয়ে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের।
মাসুদুর রহমান:
শনিবার রাতে এক মাধ্যমিক পরীক্ষার্থীর মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো ঝাড়গ্রামে। মৃতদেহ নিয়ে পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। মৃত পড়ুয়ার নাম দীপ সাহা। বছর ১৫ দীপকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মৃতের বাবা দিলীপ সাহার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম পুলিশ। শুক্রবার দোলের দিন দু’পক্ষের সংঘর্ষে মারা যায় ওই কিশোর। সে এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় কেশবডিহি আর স্টেশন পাড়ার মধ্যে গন্ডগোল চলছিল। পুলিশ এসে তাদের হঠিয়ে দেয়। পরে ওই ছাত্রকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করায় পুলিশ। ওই ছাত্রটি গন্ডগোলে জড়িত ছিল কি না তা-ও খতিয়ে দেখছে পুলিশ। ঝাড়গ্রাম পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নবু গোয়ালা অভিযোগ করেছেন, দীপকে খুন করা হয়েছে। তিনি বলেন, ‘‘দু’টি এলাকার মধ্যে দীর্ঘ দিন ধরে বিবাদ চলছিল। পুলিশও তা জানত। কয়েক জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা থাকলেও কাউকে গ্রেফতার করা হয়নি। তারই পরিণামে এক নাবালকে খুন হতে হল। আমরা চাই দোষীদের উপযুক্ত শাস্তি হোক।’’
শনিবার রাতে দীপের বাড়িতে যান রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। মন্ত্রী বলেন, ‘‘যে বা যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। পুলিশ সুপারের সঙ্গে কথা হয়েছে। যাতে ঝাড়গ্রাম শহর শান্ত থাকে তার ব্যবস্থা করতে বলা হয়েছে।’’ঝাড়গ্রামের পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘‘ঘটনার তদন্ত শুরু হয়েছে।