মোঃ গোলাম আযম সরকার (রংপুর)ঃ গ্রীণ বাংলা এগ্রোভেট লিমিটেড রংপুর ডিপোর। পীরগাছার খুচরা বিক্রেতাদের সম্মেলন রবিবার দুপুরে আলী বাবা থিম পার্কে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোঃ আমিনুল ইসলাম বকসী-ডিজিওনাল সেলস ম্যানেজার,রংপুর, মোঃ শরিফুল ইসলাম এরিয়া সেলস ম্যানেজার ,রংপুর, মোঃ আতিকুর রহমান আতিক মার্কেটিং অফিসার পীরগাছা। এসময় উপস্থিত ছিলেন, মেসার্স আরিফ ট্রের্ডাস সত্ত্বাধিকারী মোঃ আব্দুল করিম ( ব্যাপারী) , পাওটানা হাট,পীরগাছা সহ পাওটানা হাট এলাকার বালাইনাশক খুচরা বিক্রেতা গণ। এসময় ধান ফসলের অধিক উৎপাদন ধানের ক্ষতিকর মাজরা পোকা দমনে কাটাপ্পা পচারি দমনে জিটাভো/ কেমোজল এর উপকারী গুনাগুন বালাই নাশক এর সঠিক ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়।