সনাক বাগেরহাটের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত।
সোহেল রানা/বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটঃটিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) বাগেরহাটের উদ্যোগে ১৭ মার্চ, সন্ধ্যা ৭টায় ভার্চুয়াল (জুম) পদ্ধতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা। সনাক সভাপতি অ্যাডভোকেট রাম কৃষ্ণ বসু এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সনাক সদস্য শেখ মুজিবুর রহমান। অন্যান্যদের মধ্য হতে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ সনাক সদস্য প্রফেসর চৌধুরী আব্দুর রব, অধ্যক্ষ খোন্দকার আছিফ উদ্দিন রাখী, সজন সহ-সমন্বয়কারী অসীমা ঘোষ, সদস্য জ্ঞান রঞ্জন চক্রবর্তী, ইয়েস দলনেতা শেখ সৈকত আলী, সহ-দলনেতা শারমিন প্রিয়া প্রমুখ।
এ ছাড়া দিবসটি উপলক্ষে সকালে সনাকের উদ্যোগে শিংড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।