মুজিব কর্ণার উদ্ধোধন করলেন পাসপোর্ট ডিজি
বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে পরিনত হয়েছে,বঙ্গবন্ধুর আর্দশকে দারুণ করে যেতে হবে বহুদূর।
নাজিম উদ্দিন রানাঃ
বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে পাসপোর্ট কার্যালয়ে মুজিব কর্নারের উদ্ধোধন করলেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ আইয়ুব চৌধুরী। ফিতা কেটে, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর্নারের উদ্বোধন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন আকন্দ, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, পাসপোর্ট চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবু মোঃ সাইদ, জেলা পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকির হোসেন ভূঁইয়া আজাদ। পরে ই-পাসপোর্ট বিতরণ, বৃক্ষরোপণ ও স্থানীয় পাসপোর্ট সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় পাসপোর্ট সেবাকে আরও গতিশীল করার আহবান জানান পাসর্পোটের প্রধান কর্মকর্তা।