কুবি এনথ্রোপলজি সোসাইটির নির্বাচনের ফল প্রকাশ।
রকিবুল হাসান/কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের এনথ্রোপলজি সোসাইটির নির্বাচনের ফল প্রকাশ করা হয়েছে।
বুধবার ( ১৬ মার্চ) এনথ্রোপলজি সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক তানজিনা নাজিয়া ফলাফল ঘোষণা করেন।
এতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নৃবিজ্ঞান ৭ম বর্ষের শিক্ষার্থী মুনিম হাসান ভুঁইয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নৃবিজ্ঞান ৮ম বর্ষের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ।
কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন নৃবিজ্ঞান ৯ম বর্ষের শিক্ষার্থী তাজুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নৃবিজ্ঞান ১০ম বর্ষের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া মিম এবং ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন নৃবিজ্ঞান ১১ম বর্ষের শিক্ষার্থী মো. মুহসিন জামিল।
কমিটিতে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন নৃবিজ্ঞান ৭ম বর্ষের শিক্ষার্থী রাহাদ হোসেন, ৮ম বর্ষের সেলিনা পারভীন ঝর্ণা, ৯ম বর্ষের শিক্ষার্থী হুমায়রা আক্তার, ১০ বর্ষের শিক্ষার্থী ওবায়েদুল্লাহ খান, ১১তম বর্ষের শিক্ষার্থী হৃদয় চন্দ্র পাল অর্জুন।
উল্লেখ্য গত ৮ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এ কমিটি একবছর দায়িত্ব পালন করবে।