ওড়িশার বিজেডি বিধায়কের গাড়ির চাকায় পিষ্ট একাধিক ব্যক্তি।
মাসুদুর রহমান:
পুনরাবৃত্তি উত্তর প্রদেশের লখিমপুর খেরির ঘটনার। এবার ওড়িশ্যার বিজেডি বিধায়কের গাড়ির চাকায় পিষ্ট হয় গুরুতর জখম হলেন কমপক্ষে ২৪ জন। ঘটনাটি আজ শনিবার সকালের। স্থানীয়রা জানিয়েছেন, এদিন চিলিকা বিধানসভার বিজু জনতা দলের বিধায়ক প্রশান্ত জগদেবের গাড়ি একটি মিছিলে উপস্থিত বহু ব্যক্তিকে আঘাত করে। চালকের আসনে জগদেব নিজেই ছিল বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ, শনিবার সকালে চিলিকা লেকের কাছে বানপুরে একটি মিছিল বার করে বিজেপি-র নেতা কর্মীরা। সেই মিছিলে বহু মানুষ অংশ নিয়েছিলেন। সেই সময় বিজু জনতা দলের সাসপেন্ডেড বিধায়ক প্রশান্ত জগদেবের গাড়ি মিছিলে বহু মানুষকে আহত করে। এই ঘটনায় কমপক্ষে ১০ জন মিছিলে উপস্থিত ব্যক্তি, দুজন পুলিশ কর্মী আহত হয়েছিল। এই ঘটনার পরেই চূড়ান্ত উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
আহতদের তড়িঘড়ি স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে উত্তপ্ত জনতা তাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে বলে জানা গিয়েছে। এমনকী, ভাঙচুর করা হয় গাড়িটি। অভিযোগ, ওই বিধায়ককে গাড়ি থামাতে বলা হলেও সেই কথা কানেই তোলেননি তিনি। এই বিধায়ক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলেও অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, চেয়ারপার্সন নির্বাচনকে কেন্দ্র বানপুর পঞ্চায়েত সমিতির বাইরে একটি মিছিল বার হয়েছিল। সেখানে প্রায় ৪০০-৫০০ মানুষ উপস্থিত হয়েছিল। সেই সময় ওই জায়গায় উপস্থিত জনতার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেন বিধায়ক অভিযোগ এমনটাই।