শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার।।
কক্সবাজার পুলিশ সুপার মো. হাসানুজ্জামান (পিপিএম) মাদক কারবারীদের কঠিন হুশিয়ারী দিয়ে বলেছেন, হয় মাদক ছাড়ুন, না হয় এলাকা ছাড়ুন।
তিনি বলেন, জনপ্রতিনিধিরা সোচ্চার হলে মাদক ব্যবসা বন্ধ হবে। সামাজিক ভাবেও মাদক ব্যবসায়ীদের ভয়কট করার আহবানও জানান তিনি।
শনিবার (১২ মার্চ) টেকনাফ মডেল থানায় আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে সভায় বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, পৌরসভা মেয়র হাজী মোহাম্মদ ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া -টেকনাফ) সার্কেল শাকিল আহমদ, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত)