অভিনেত্রী রিধীর ট্রাব মিডিয়া অ্যাওয়ার্ড লাভ
অভিনয়ে অসমান্য অবদানের জন্য ট্রাব মিডিয়া অ্যাওয়ার্ড-২০২২ পেলেন জনপ্রিয় অভিনেত্রী নওরিন নাহার রিধী। শনিবার (১২/০৩/২০২২) দুপুরে ঢাকা ক্লাবে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এবং জাতীয় সংসদ সদস্য ও জনপ্রিয় সঙ্গিত শিল্পী মমতাজ বেগম তার হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষ্যে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি (ট্রাব) কর্তৃক এ অনুষ্ঠান আয়োজন ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ট্রাব সভাপতি লায়ন সালাম মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।