টংগীতে ২০ বছর পর রাস্তার সংস্কার কাজ শুরু,স্বস্তিতে জন সাধারণ।
টংগী প্রতিনিধিঃ
অবশেষে গাজীপুর টংগীর এরশাদ নগর এলাকার প্রধান সড়কের কাজ শুরু হয়েছে। প্রায় ২০ বছর পর ভাঙা এ সড়কের কাজ শুরু হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) এ সড়কে সংস্কার কাজ শুরু করে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ।
দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এরশাদ নগর ছোট বাজার থেকে ৮ নং ব্লক অটো স্টান্ড পর্যন্ত রাস্তাটি পরিণত হয়েছিল মরণফাঁদে। রাস্তার কাজের অগ্রগতি দেখে স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষদের মধ্যে।
জানা যায়, ব্যস্ততম এ সড়কে ২৪ ঘণ্টাই বড় ছোট পিকাপ ভ্যান , সিএনজি, অটোরিকশাসহ ছোট-বড় অনেক যানবাহন চলাচল করে। যার ফলে এ সড়কে অন্তত শতাধিক গর্তের সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় স্বাভাবিক রাস্তার থেকে দেড় ফুট পর্যন্ত গর্তের সৃষ্টি হয়েছিলো।
তবে প্রাথমিক ভাবে রাস্তার এ সংস্কার কাজ করতে গিয়ে বিভিন্ন মহল থেকে বাধার মুখে পড়তে হয়েছিল বলে জানান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ। তবে কোনো বাধা বিপত্তি দমিয়ে রাখতে পারেনি তাকে, জন সাধারণের কল্যাণের জন্য সব বাধা বিপত্তি অতিক্রম করে প্রায় ২০ বছর পর এই রাস্তার কাজটি শুরু করেন তিনি, যা এখন অর্ধভাগের বেশি কাজ শেষ হয়ে গেছে, এবং আগামী ১ মাসের মধ্যে শতভাগ কাজ শেষ হয়ে যাবে।
এদিকে দীর্ঘদিন পর রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় স্থানীয়দের সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। তারা দ্রুত সময়ের মধ্যে সড়কটির কাজ শেষ করার আহবান জানিয়েছে।