শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার।।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাব- ইন্সপেক্টর প্রীতেশ তালুকদার সহ কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরুপ অফিসার ও ফোর্সদের মাঝে
সম্মাননা প্রদান করা হয়েছে।
১০ মার্চ রাতে ট্যুরিস্ট পুলিশ কার্যালয় ( হোটেল সিলভার সাইন) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পর্যটন সভায় বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া (বিপিএম,পিপিএম) আনুষ্ঠানিক ভাবে তার হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন।
কক্সবাজার শহরে গণধর্ষণ মামলার আসামীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার , ক্ল্যু লেস ডাকাতি মামলার ডাকাত গ্রেফতার ও মালামাল উদ্ধার, বেশ কিছু ছিনতাইকারী গ্রেফতার করে পর্যটন এলাকা ছিনতাই মুক্ত রাখা ও বন্ধু সুলভ আচরণের মাধ্যমে পর্যটকদের সেবা প্রদানসহ ছিন্নমুল পথ শিশুদের পাশে দাঁড়ানোর জন্য এই সম্মাননা প্রদান করা হয়েছে বলে জানা গেছে । এসময় আরও দুইজন পুলিশ কর্মকর্তাকেও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম ডিভিশনের অতিঃ ডিআইজি মোহাম্মদ মুসলিম (পিপিএম সেবা) , কক্সবাজার পুলিশ সুপার মো. হাসানুজ্জামান পিপিএম, ট্যুরিস্ট পুলিশ
কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার মোঃ জিললুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে ‘ট্যুরিস্ট পুলিশ এন্ড ট্যুরিজম ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ এর শুভ উদ্ভোধন করা হয়।
এর আগে পর্যটন সেবাদানকারী প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়েছে।