তাহিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত।
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা,এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার(১০মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালীটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল,মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,উপজেলা প্রকৌশলী মোঃ ইকবাল কবির,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা,উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জুনাব আলী,শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলী হায়দার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নরেন্দ্র নারায়ণ বৈশাখ,ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ লিয়াকত আলী প্রমুখ। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া দেন ফায়ার সার্ভিসের কর্মীরা।