ইউক্রেনে বাংলাদেশী জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’তে হামলাঃ নিহত ১
ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশের শিপ ‘বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলা। ৪৭ই ব্যাচের মেরিন ইঞ্জিনিয়ার (জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার) হাদিসুর রহমান নিহত। বাকি সবাই নিরাপদে জাহাজ ত্যাগ করেছেন।
ইউক্রেনে আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র থার্ড ইন্জিনিয়ার রাশিয়ার রকেট হামলায় নিহত মো. হাদিসুর রহমান আরিফের (২৯) বাড়িতে শোকের মাতম চলছে।
স্বজনদের দাবি, যে করেই হোক হাদিসুরের মরদেহ বাড়িতে নিয়ে আসা হোক। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে পাগলপ্রায় মা-বাবা। পরিবারের পক্ষ থেকে ছেলের মরদেহ দেশে আনার জন্য সরকারের কাছে আকুতি জানিয়েছেন।
নিহত হাদিসুরের বাড়ি বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা বাজারসংলগ্ন চেয়ারম্যান বাড়ির বাসিন্দা মো. আবদুর রাজ্জাক (অবসরপ্রাপ্ত শিক্ষক) ও আমেনা বেগম দম্পতির বড় ছেলে হাদিসুর।
নিহতের ছোট ভাই তারেক বলেন, ‘গতকাল বুধবার শেষবারের মতো হাদিসের সঙ্গে পরিবারের সদস্যদের মুঠোফোনে কথা হয়েছিল। হাদিস ইউক্রেনে আটকে থাকার কথা আগেই পরিবারকে জানিয়েছিলেন। বড়ভাই হাদিসুর পরিবারের সবার কাছে দোয়া চেয়েছিলেন যেন নিরাপদে বাড়িতে ফিরতে পারেন।’