শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার।।
যথাযথ মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন করেছে কক্সবাজার জেলা পুলিশ।
মঙ্গলবার ১ মার্চ সকালে কক্সবাজার পুলিশ লাইন্সে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, পিপিএম।

এরপর শহীদ পুলিশ সদস্যদের স্মরণে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া।

বক্তব্য রাখেন, সিআইডির পুলিশ সুপার ফয়সাল আহমেদ, জেলা পুলিশ ইন সার্ভিসের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, পিআইবির পুলিশ সুপার সারোয়ার আলম, ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম, ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার, ভারপ্রাপ্ত কর্মকর্তাদের পক্ষে বক্তব্য রাখেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস।

অনুষ্ঠানে উপস্থিত শহীদ পরিবারের সদস্যরা তাদের পরিবারের নানা বিষয় তুলে ধরেন। শেষে কর্তব্যরত অবস্থায় শহীদ পুলিশ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
কক্সবাজার জেলা পুলিশের পক্ষ হতে নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদেরকে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
এরআগে মঙ্গলবার সকাল ১০ টায় পুলিশ লাইনস থেকে র্যালি বের করা হয়।