মাদক মুক্ত করতে অবিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে,,ইউএনও তাহিরপুর।
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
যারা যুব সমাজকে ধংশের দিকে নিয়ে যাচ্ছে তাদেরকে কঠোর ভাবে দমন করে তাদের মেরুদণ্ড ভেঙ্গে দেয়া হবে। মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগিতাকারী এবং সেবনকারীদের কে কোন ভাবেই ছাড় দেয়া হবে না তার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। জীবনকে ভালবাসে মাদক থেকে দুরে থাকতে অবিভাবক ও শিক্ষার্থীদের আহবান জানান
উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির।
মাদকদ্রব্য অধিদপ্তর ও প্রচেষ্টা সেচ্ছা সেবক ফাউন্ডেশনের আয়োজনে মাদক বিরোধী ছাত্র অভিভাবক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন,একটি সু সন্তান তৈরি করা কঠিন কোটি টাকা থাকলে একটি সু সন্তান পাবেন না। তাদের ভাল ভাবে সুশিক্ষায় গড়ে তুলতে এগিয়ে আসুন। আমাদেরকে সঠিক তথ্য দিন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের রক্ষা নেই,তাদের মেরুদণ্ড সোজা করে দাড়াতে দিব না। নিজ নিজ অবস্থান থেকে সজাগ দৃষ্টি রাখতে হবে প্রশাসন আপনাদের সাথে আছে। মাদক মুক্ত করতে অবিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
রবিবার বিকেল তিনটায় উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন ব্রাহ্মণ্যগাঁও আর্দশ বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মাসুক মিয়া,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো ইকবাল কবির ভূঁইয়া,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান,তাহিরপুর উপজেলা প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান,
ব্রাহ্মণ্য গাও আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের প্রমুখ। এসময় বিভিন্ন প্রতিষ্ঠান,স্থানীয় গন্যমান্য ব্যক্তিসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।