কাপাসিয়ায় বানার নদীর চর কাটায় ৪ লাখ টাকা জরিমানা
গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের উলুসাড়া এলাকায় বানার নদীর চর কেটে অবৈধভাবে বালু মাটি বিক্রি করার দায়ে ভেকু মালিক কে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২৭ ফেব্রুয়ারি, রোববার কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
খোঁজনিয়ে জানাগেছে , ভেকু মালিক মোস্তাক হোসেন দীর্ঘদিন যাবত অবৈধভাবে বানার নদীর চরের মাটি প্রীটি অটো ব্রিকস এর কাছে বিক্রি করে আসছিলেন। স্থানীয় মেম্বার শফিকুল ইসলাম কবির তার পৈত্রিক জুত সম্পত্তি দাবি করেন এবং একশত টাকা গাড়ি মোস্তাকের কাছে বিক্রি করেন। গাড়ি হিসাব রাখেন মেম্বারের শ্যালক ইয়াছিন।
ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন বলেন, টোক ইউনিয়নের ১ নং ওয়ার্ড উলূসাড়া এলাকায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ) এর বিধান লঙ্ঘন করেছে এবং একই আইনের নদীর চর থেকে মাটি কাটার অভিযোগে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন থানা পুলিশসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।