জাফর আলম, কক্সবাজার।।
পরিবেশ রক্ষার লক্ষ্যে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন হোয়াইক্যং রেঞ্জের মনখালী বনবিটের কা’ব বিন মাদ্রাসার মাঠে নেচার এন্ড লাইফ প্রকল্পের আয়োজনে রাসায়নিক সংরক্ষণী প্রয়োগে বাঁশের ব্যবহারিক আয়ুস্কাল বৃদ্ধির কৌশল বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা শেষে রবিবার (২৭ ফেব্রুয়ারি) বাঁশ ট্রিটমেন্ট প্ল্যান্ট কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
২৭ ফেব্রুয়ারী রবিবার দুপুর ১ টায় বাঁশের ট্রিট প্ল্যান্টটি উদ্বোধন করেন, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) এর পরিচালক ড. রফিকুল হায়দার।
এ সময় উপস্থিত ছিলেন, বিএফআরআই আহবায়ক ড. মোঃ আহসানুর রহমান, বিএফআরআই সিনিয়র রিসার্চ অফিসার আবদুস সালাম, হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা মিনার চৌধুরী, শাপলাপুর বিট কর্মকর্তা কেবিএম ফেরদৌস, মনখালী বিট কর্মকর্তা শিমুল কান্তি নাথ, হোয়াইক্যং সিএমসি সভাপতি আলমগীর চৌধুরী, সহ সভাপতি সাইফুল্লাহ কোং,নেচার এন্ড লাইফ প্রকল্পের উপ- প্রকল্প পরিচালক,এনআরএম ম্যানেজার, সাইড ম্যানেজারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় ড. রফিকুল হায়দার বলেন, কৃষকের টাকায় আমরা গবেষণা করি।কৃষক বাঁচলে দেশ বাঁচবে। যেটা তাদের জন্য কম খরচ সেটা হচ্ছে বাঁশের ট্রিটমেন্ট প্ল্যান্ট।ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে বাঁশের স্থায়িত্ব বাড়ানোর ফলে একদিকে যেমন পান চাষী,কৃষকরা লাভবানও হয়।অন্যদিকে পরিবেশের বিপর্যয়ও কমে আসবে। তিনি আরও বলেন, আমরা সহযোগীদের সঙ্গে নিয়ে সবসময় এরকম পরিবেশবান্ধব কার্যক্রম চালিয়ে যেতে চাই বলেও জানান তিনি।