শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার।।
জলবায়ু উদ্বাস্তু প্রান্তিক জনগােষ্ঠীর জীবনমান উন্নয়নে কক্সবাজার পৌরসভার চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাই কমিশনার এইচ,ই, রবার্ট চ্যাটার্টন ডিকসন।
রোববার ২৭ ফেব্রুয়ারী সকালে শহরের ১নং ওয়ার্ডের সমিতি পাড়া এলাকায় ৭টি রাস্তা ঘুরে দেখেন তিনি।
এর আগে ইএনডিপি’র সিডিসি প্রকল্পের সদস্যদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন বৃটিশ হাই কমিশনার।
কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউএনডিপি বাংলাদেশ এর আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাে: মাসুম পাটোওয়ারী ও কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তারিকুল আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এর আগে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকত পরিদর্শনকালে বাংলাদেশ ও যুক্তরাজ্য সরকার বস্তির দরিদ্র মানুষের সক্ষমতা বৃদ্ধি ও সমস্যা সমাধানে আরও আন্তরিকতার সাথে কাজ করার উপর গুরুত্বারোপ করেন বৃটিশ হাই কমিশনার।
এর আগে সকালে ব্রিটিশ হাইকমিশনার এইচই রবার্ট চ্যাটার্টন ডিকসন কক্সবাজার পৌঁছলে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন কক্সবাজার পৌরসভা মেয়র মুজিবুর রহমান।