আখাউড়ায় আইনমন্ত্রী দেশে তত্ত্বাবধায়ক সরকার হওয়ার কোন সম্ভাবনা নাই।
মোবারক হোসেন জীবন/আখাউড়া (ব্রাক্ষণবাড়ীয়া) প্রতিনিধিঃ
ব্রাক্ষণবাড়ীয়া আখাউড়ায় শুক্রবার সন্ধ্যায়
উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত, উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক এম,পি।
শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে দেওয়ার সময় মন্ত্রী বলেন দেশে তত্ত্বাবধায়ক সরকার হওয়ার কোন সম্ভাবনা নাই এসময় আইনমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন আইনের দাবি করা হয়েছিল,সেটি করা হয়েছে। এখন বিএন,পি বলছে তত্বাবধায়ক সরকারের কথা।
আমি স্পষ্ট করে বলতে চাই, সুপ্রিম কোর্ট ও সংসদ তত্বাবধায়ক সরকারকে অবৈধ বলেছে,
তাই সেটির সুযোগ নাই। এসব বাকওয়াজ দাবি তুলে আন্দোলনের চেষ্টা করলে আওয়ামী লীগের কর্মীরা প্রতিরোধ গড়ে তুলবে।
আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপক মো.জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভায় আগামী ১২ মার্চ সম্মেলনের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সেলিম ভূঁইয়া, মনির হোসেন বাবুল, সাবেক সভাপতি শেখ বোরহান উদ্দিন ও আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।