কাপাসিয়ার টোকে সামাজিক সমস্যা নিরসন বিষয়ক মতবিনিময় সভা
গাজীপুরের কাপাসিয়ার টোক ইউনিয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে ইমাম, খতিব ও ওলামায়ে কেরামগণের ভূমিকা শীর্ষক মতবিনিময় ও জ্ঞান সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে ইসলামিক ফাউন্ডেশন, কাপাসিয়া কার্যালয়ের আয়োজনে এবং টোক সংবাদপত্র পাঠক ও ইলেকট্রনিকস মিডিয়া নিউজ শ্রোতা ফোরামের সহায়তায় ফোরামের পাঠাগার , মানব উন্নয়ন চত্বরে (ডুমদিয়া উত্তর পাড়ায়) অনুষ্ঠিত এতে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন, গাজীপুরের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল মাসুদ, বিশেষ অতিথি ছিলেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ এ.এফ.এম নাসিম, এবং মুক্তিযুদ্ধের সংগঠক ও জাহান ফিলিং স্টেশন, জাহান ফ্রেশ ফুডের স্বত্বাধিকারী মো.আব্দুস সামাদ। টোক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমএ জলিলের সভাপতিত্বে এবং পাঠক ফোরামের সভাপতি সাংবাদিক মোহাম্মদ মনজুরুল হক গাজীর সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন ইসলামিক ফাউন্ডেশন- কাপাসিয়ার ফিল্ড সুপারভাইজার বেনজীর আহ্ মাদ। উপস্থিত অন্যান্যদের মধ্যে মতবিনিময় সভায় আলোচনা করেন টোক পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাব-ইন্সপেক্টর মো. মাজহারুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মফিজ উদ্দিন মেম্বার, দিঘীরপাড় আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা এবিএম নুরুল ইসলাম,উজলী দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মানবতার ঘর,টোকের প্রধান মো. মোমতাজ উদ্দিন ও স্থানীয় মেম্বার মো. সুলতান উদ্দিন।
বক্তাগণ সাম্প্রদায়িক সম্প্রীতি, সন্ত্রাস-জঙ্গিবাদ মাদক প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে কাপাসিয়ার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রোটারী ক্লাব অব গাজীপুরের পক্ষ থেকে উপস্থিত অতিথি ও আলেমদের মধ্যে মাস্ক বিতরণ করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর- গাজীপুর জেলা কার্যালয়ের পক্ষ থেকে উপস্থিত সকলের মাঝে মাদকের ক্ষতিকর বিষয়ের সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অতিথিবৃন্দ মাদকের ক্ষতিকর প্রভাবের মানবদেহ সম্বলিত স্ট্যান্টফেস্টুন পাঠাগারের সম্মুখে স্থাপন করেন।