ঘরে বসে চাকরির সুযোগ দেয় যে সাত প্রতিষ্ঠান
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এখন সবাই জেনে গেছে ঘরে বসে অফিস করা যায়। এতো করোনাকালীন কথা। কিন্তু এমন কিছু প্রতিষ্ঠান আছে যারা সারা বছরই ঘরে বসে কাজ করার সুযোগ দেয়। এমনকি যে কোন দেশ থেকেই এ চাকরি করা যায়।
এমন অনেক প্রতিষ্ঠান আছে, যারা বিভিন্ন ধরনের চাকরির অফার দেয়। যেমন ওয়েবওয়েবসাইট ডেভেলপমেন্ট, ডিজাইন বা গ্রাফিকস, মার্কেটিং ও ক্লায়েন্ট হেন্ডেলিং। এছাড়াও নানা চাকরির সুযোগ।
অভিজ্ঞতা না থাকলে এন্ট্রি লেভেলে জয়েন করতে পারবেন। অভিজ্ঞতা বাড়ার পাশাপাশি বেতনও বাড়বে।
অনেকেই এটাকে আউটসোর্সিং হিসেবে দেখছেন। আসলে এটি চাকরি। নির্দিষ্ট পরিমাণ বেতনে আপনাকে হায়ার করা হবে। আর আউটসোর্সিং প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট একটি কাজ নির্দিষ্ট সময়ের জন্য দেয়। পরবর্তীতে আবার অন্য কোম্পানির কাজ নিতে হয়। কিন্তু এখানে নির্দিষ্ট কোম্পানিতে আপনাকে চাকরি করতে হবে।
চলুন জেনে নেই সব ওয়েবসাইটগুলো কি কি
১. www.peopleperhour.com
২. www.clickworker.com
৩. www.gotranscript.com
৪. www.weworkremotely.com
৫. www.automattic.com
৬. www.99designs.com
৭. www.preply.com
এছাড়াও আরো অনেক প্রতিষ্ঠান এ ধরণের সুযোগ দেয়। সেগুলো আমরা পর্যায়ক্রমে দিবো।
তথ্য সূত্রঃ ইন্টারনেট