কাওসার আহমেদ চৌধুরী আর নেই
জনপ্রিয় গীতিকার ও জ্যোতিষ শাস্ত্রবিদ কাওসার আহমেদ চৌধুরী (৭৫) আর নেই ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। রাত ৯টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, আমিন।
চলতি মাসের শুরুতে শারীরিক অবস্থার অবনতি হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্যালিয়েটিভ সেন্টারে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে নেওয়া হয় ধানমন্ডির একটি ক্লিনিকে।
কাওসার আহমেদ চৌধুরীর রচিত অসংখ্য গান গেয়েছেন ফিডব্যাক, এলআরবি, মাইলস এর মতো শীর্ষ ব্যান্ডসহ সামিনা চৌধুরী, লাকি আখান্দ, কুমার বিশ্বজিৎ, নিয়াজ মোহাম্মদ চৌধুরীর মতো স্বনামধন্য শিল্পীরা।
তার রচিত অজস্র জনপ্রিয় গানের মধ্যে রয়েছে আমায় ডেকো না, যেখানে সীমান্ত তোমার, আজ এই বৃষ্টির কান্না দেখে, কবিতা পড়ার প্রহর এসেছে, এই রূপালি গিটার, এক ঝাঁক প্রজাপতি ছিলাম আমরা, মৌসুমী, এলোমেলো বাতাসে ইত্যাদি।
প্রথম আলো পত্রিকায় রাশিচক্র লিখে তিনি ছিলেন কোটি কোটি পাঠকের কাছে নন্দিত জ্যেতিষশাস্ত্রবিদ।