নব-নির্বাচিত চেয়ারম্যান মাসুক মিয়াকে গণসংবর্ধনা।
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়ন পরিষদে নিরার্চনে বিপুল ভোটে নব-নির্বাচিত চেয়ারম্যান জণনন্দিত নেতা মাসুক মিয়াকে বিশাল গণসংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা উত্তর বড়দল ইউনিয়নের বাংলা বাজারে জালালপুর,দিগলবাগ, অলিপুর ও বন্দের বাড়ি গ্রাম বাসীর উদ্যোগে এ গণসংবর্ধনা দেয়।
গণসংবর্ধনা অনুষ্ঠানে জালাল উদ্দিনের সভাপতিত্বে ও রুবেল মাহমুদের পরিচালনায় পরিচালনায় বক্তব্য রাখেন,বিশিষ্ট লেখক আবুল হোসেন,ইউপি সদস্য নোয়াজ আলী,২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন ব্রুজ,এড ফরহাদ, রাখাব উদ্দিন,আশরাফুল ইসলাম আকাশ প্রমুখ।