শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার।।
কক্সবাজারের চকরিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। এটি প্রতিষ্ঠার দুই যুগ পর আরো অত্যাধুনিক করে গড়ে তোলা হচ্ছে সাফারি পার্কটিকে।
পার্কের দক্ষিণে পিকনিক স্পটের লাগোয়া পাহাড়ের পাদদেশে তৈরি হচ্ছে ৬৫০ ফুট দৈর্ঘ্যের কৃত্রিম লেক।
কৃত্রিম লেক তৈরিতে ব্যয় ধরা হয়েছে ৫৬ লাখ টাকা। মেসার্স কলিম এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছে। লেকের কাজ শেষ হলে প্রাকৃতিক সৌন্দর্যে ভ্রমণকারীরা মুগ্ধ হবে।
৬৫০ ফুট দীর্ঘ এই কৃত্রিম লেক দেশি-বিদেশি পর্যটকদের অন্যতম আকর্ষণ হবে। লেকের পাশে আঁকাবাঁকা রাস্তা, অথৈ পানি আর সবুজের সমারোহ, গাঢ়-সবুজ বন, গাছ-গাছালি ফুল-ফল আর লেকের অন্যতম বৈশিষ্ট্য।