কুবিতে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে ভাষা শহীদদের স্মরণ।
রকিবুল হাসান/কুবি প্রতিনিধি:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বাংলা বর্ণমালায় শহীদদের স্মরণ শীর্ষক এক ব্যতিক্রমী আয়োজন। এসময় ছাত্র-শিক্ষক সবার জন্য ভাষা শহীদদের স্মরণে বাংলা বর্ণমালায় লেখার মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশের সুযোগ দেয়া হয়।
রবিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ৩ টায় উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম আবদুল মঈন এই আয়োজনের উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, একুশের চেতনা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়েছে তাদের আমরা স্মরণ করি। ভাষা শহিদদের প্রতি রইল অমর শ্রদ্ধা।
বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান বলেন, একমাত্র বাঙ্গালি জাতি ভাষার জন্য যুদ্ধ করেছে। ভাষাই হলো মানুষের অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম। বর্ণ এবং ভাষা একে অপরের পরিপূরক। আমরা বর্ণের মাধ্যমেই ভাষা প্রকাশের সূচনা করে থাকি। তাই শহীদদের স্মরণে প্রথম আলো বন্ধুসভার এই আয়োজন চমৎকার আয়োজন।
সংগঠনটির সাধারণ সম্পাদক ঐশি ভৌমিক বলেন, আমরা প্রথম আলো বন্ধুসভা কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে কাজ করছি৷ যারা ভাষার জন্য প্রাণ দিয়ে আমাদেরকে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ করে দিয়েছে তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
এসময় উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. জি.এম. মনিরুজ্জামান, বিশ্ববিদ্যালয় ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা হাবিবুর রহমান, সংগঠনটির উপদেষ্টা মাহফুজুর রহমান, সংগীতা বসাক, নিশাত নিগার, প্রথম আলো কুমিল্লা জেলা প্রতিনিধি গাজীউল হক সোহাগ, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।