লালমোহনে শ্বশুর ও তার তার পরিবারের সদস্য দ্বাড়া গৃহবধূ কে অমানবিক নির্যাতনের অভিযোগ।
ভোলা প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে গৃহবধূকে নির্যাতনের পরে গৃহবধূ নারী নির্যাতন মামলা করায় শ্বশুর-শাশুড়িসহ ননদের হামলার শিকার হয়েছে গৃহবধূ আয়শা বেগম।
গত বুধবার দুপুরে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইচহাক মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।
গৃহবধূ আয়েশা জানান, গত ছয় মাস আগে পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইচহাক মুন্সিবাড়ির আব্দুল খালেকের ছেলে নুর খানের সাথে, পরিবারের সম্মতির মাধ্যমে বিয়ের বন্ধনে আবদ্ধ হই। প্রথম দুই মাস সুখে শান্তিতে ঘর করলেও, এরপর থেকে নেমে আসে যৌতুকের জন্য নানা ধরনের অমানবিক নির্যাতন। পরে ২৫’শে ডিসেম্বর ভোলা আদালতে উপস্থিত হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করি। আমার মামলার পরে তারা একতরফাভাবে আদালতের মাধ্যমে আমার নামে তালাকনামা পাঠায়, যেটা আমি গ্রহণ করিনি। গত বুধবার আমার স্বামী আমাকে ফোন করে আমি যেন তার কাছ চলে আসি। আমি তার কথায় তাদের বাড়িতে আসলে আমার শ্বশুর আঃখালেক, শাশুড়ি সালেহা বেগম, ননদ মিনার ও রিনা ঘরের মধ্যে ঢুকতে না দিয়ে এলোপাতাড়িভাবে আমাকে মারতে থাকে। পরবর্তীতে পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করে। এখনও পর্যন্ত তারা কেউ আমাকে দেখতে আসেনি।
এ বিষয়ে অভিযুক্ত আয়েশার শাশুড়ি সালেহা বেগম ও ননদ রিনা বলেন, আমরা তাকে কোন নির্যাতন করিনি, সে ঘরে ঢুকতে চাইছে আমরা তাকে ঢুকতে দেয়নি। সে যা বলছে সব মিথ্যা ও বানোয়াট।