যে কারণে কারাগারে বাগেরহাটের পৌর মেয়র।
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটঃ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দায়ের করা মামলায় বাগেরহাটের পৌর মেয়র খান হাবিবুর রহমান ও মাগুরা পৌরসভার সচিব মোহাম্মদ রেজাউল করিমকে কারাগারে পাঠিয়েছে আদালত।
পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান এবং সচিব মোহাম্মদ রেজাউল করিম বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।বিচারক রবিউল ইসলাম জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
তাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে দুপুরে বাগেরহাট-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ করে মেয়রের সমর্থক ও নেতা-কর্মীরা। এতে খুলনা-বাগেরহাট মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।পরে পুলিশ গিয়ে ব্যারিকেড সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
মামলার এজাহারে বলা হয়, চাকরিতে লোক নিয়োগের সময় এবং আবাহনী ক্রীড়া কমপ্লেক্স ও ডায়াবেটিস হাসপাতাল নির্মাণ না করে প্রায় আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ২৫ নভেম্বর মেয়র খান হাবিবুর রহমান সহ ১৭ জনের নামে দুইটি মামলা করে দুদক।
৩১ জানুয়ারি মেয়র খান হাবিবুর রহমান ও মাগুরা পৌরসভা সচিব মোহাম্মদ রেজাউল করিম হাইকোর্টে জামিন আবেদন করেন। আদালত তাদের তিন সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।