বইমেলায় লিটু আনামের নতুন উপন্যাস- নীলা সেদিন নীল শাড়ি পরেছিল।
অমর একুশে বইমেলা ২০২২ এ প্রকাশিত হচ্ছে বাংলাদেশ প্রতিবেদনের নিউ ইয়র্ক প্রতিনিধি- লিটু আনামের ২য় উপন্যাস- নীলা সেদিন নীল শাড়ি পরেছিল। বই সম্পর্কে লেখক বলেন- ২০২১ একুশে বইমেলায় প্রকাশিত দার্শনিক কম চিন্তা চিন্তাবিদ বেশী। গ্রন্থটি পাঠক মহলে ব্যাপক সমাদ্রিত হয়। “নীলা সেদিন নীল শাড়ি পরেছিল” তারই ধারাবাহিকতা। এটি কোন দর্শন শাস্ত্র নয় কিংবা পুঁথিগত দর্শনের সাথের এর কোন সম্পর্ক নেই। দার্শনিক একটি কাল্পনিক চরিত্র যার জীবনের বড় একটি অংশ জুড়ে রয়েছে নীলা। তাই এবারের বিষয় নীলা।
প্রতিটি বই প্রকাশিত হবে নৈঋতা ক্যাফে পাবলিকেশনস থেকে এবং জাতীয় গ্রন্থমেলায় নৈঋতার স্টলে পাওয়া যাবে । মেলার পর রকমারি, নৈঋতা এক্সপ্রেস এবং লিটু আনাম ডক কম নামক লেখকের নিজস্ব ওয়েব পেজ থেকে অর্ডার করা যাবে। নীলা সেদিন নীল শাড়ি পরেছিল গ্রন্থের প্রচ্ছদ করেছে রায়হান শশী।
লিটু আনামের প্রকাশিত অন্যান্য গ্রন্থসমূহ হলো গল্পগ্রন্থ চতুর্ভুজ ও চতুষ্কোণ, উপন্যাস দার্শনিক কম চিন্তাবিদ বেশী এবং শিশুতোষ গ্রন্থ সুজানা। প্রতিটি গ্রন্থই মেলায় নৈঋতা ক্যাফের স্টলে পাওয়া যাবে।