ভালুকা উপজেলা প্রেসক্লাবের নবম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
মোঃ জাহাঙ্গীর আলম,ভালুকা/ময়মনসিংহ
ময়মনসিংহের ভালুকায় ১৪ ফেব্রুয়ারী রোজ সোমবার সন্ধায় ভালুকা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খলিলুর রহমান রিয়াদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম নিরবের সঞ্চালনায়
(আলহাজ্ব এমএ ওয়াহেদ টাওয়ারে ডক্টরস ক্যাফেতে) ভালুকা উপজেলা প্রেসক্লাবের নবম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে মিষ্টি মুখ করে পালন করা হয়।
এতে প্রধান অতিথী ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু।
বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন ৫ নং বিরুনীয়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শামসুল হোসাইন,মুক্তিযুদ্ধের চেতনায় ভালুকা প্রেসক্লাবে সভাপতি এ বি এম জিয়াউদ্দিন বাশার। এ সময় অতিথীরা বক্তব্যে সাংদিকদের উদ্দেশে বলেন সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সৎ সাহসী ভূমিকা রেখে সমাজের প্রতি সত্য ও ন্যায়পরায়ন ভূমিকা রাখতে হবে।
এ সময় আরও উপস্থিত থেকে বক্তৃতা করেন ক্লাবের সহ-সভাপতি মাহমুদুল হাসান ফুরাত (প্রথম আলো) এশিয়ান টিভির প্রতিনিধি কামরুল হাসান, গ্লোবাল টিভির প্রতিনিধি সবুজ, জবস টিভির প্রতিনিধি নজরুল ইসলাম, প্রবাসীর দিগন্তর প্রতিনিধি জাহিদ হাসান,
নাজমুল ইসলাম ত্রিশাল বার্তার প্রতিনিধি, সাংবাদিক হুমায়ুন কবির যুগ্ম সাধারণ সম্পাদক ভালুকা উপজেলা প্রেসক্লাব, সাংবাদিক জাহাঙ্গীর আলম, সাংবাদিক উমর ফারুক টিটু, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান, ফজলুল হক ও খসবু প্রমুখ