মুন্সীগঞ্জে শিক্ষকদের ৮ দফা দাবী পূরনণে মানববন্ধন ও স্মারকলিপি লিপি পেশ।
আপন সরদার/মুন্সীগঞ্জ প্রতিনিধি:
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও পূর্নাঙ্গ উৎসব ভাতাসহ ৮ দফা দাবী পূরণের দাবীতে মুন্সীগঞ্জে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্বাধীনতা শিক্ষক-কর্মচারী ফেডারেশন মুন্সীগঞ্জ শাখা। মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
স্বাধীনতা শিক্ষক পরিষদ এর সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর হাসানের সভাপতিত্বে এ সময় মুন্সীগঞ্জের ৬ টি উপজেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ করেন।