ভালোবাসা দিবসে প্রকাশিত হলো ‘সোনা পাখিরে’।
অবশেষে রিলিজ হলো ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ‘সোনা পাখিরে’ শিরোনামে গানটি। গানটি গেয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় শিল্পী সামজ ভাই। গানটি লিখেছেন ইউসুফ রায়হান। মিউজিক করেছেন ইয়াসিন হোসাইন নেরু। গানটি পরিচালনা করেছেন রাকিবুল হাসান।
গানটিতে যে বিষয় টা আপনাকে ভাবাবে তা হলো গানের গল্প, শুটিং।
পরিচালক বলেছেন, গানের গল্প এবং দৃশ্য ধারন টা আমার কাছে খুব ভালো লেগেছে। পুরো একটা কলেজ ইউনিভার্সিটি নিয়ে এবং ৪০জন আর্টিস্ট নিয়ে কাজ টা করেছি। আসা করি সবার ভালো লাগবে। গানের গল্প লিখেছেন আর জে অপুর্ব হিরো নিজেই।
এ প্রসঙ্গে হিরো আর জে অপুর্ব বলেন, গান টা খুব চমৎকার এবং গান টায় আমাকে গল্প ভাবাতে বাধ্য করেছে। টানা ৬দিন গল্প নিয়েই ছিলাম। কিভাবে নতুন ভাবে নিজেকে প্রেসেন্ট করা যায়। আর এর মধ্যে সবাই আমাকে সাপোর্ট করেছে।আমার ভাই বন্ধু সবাই। তবে কাজ টায় সকলেই খুব পরিশ্রম করেছে। ডি ও পি, ডিরেক্টর, আর্টিস্ট।
গানটিতে মডেল হয়ে অভিনয় করেছেন- আর জে অপুর্ব, সাদিয়া জান্নাতি, এম ডি মামুন, ইয়াস আহমেদ আকাশ, আকতার হোসাইন, ফাজলা রাব্বি, গোলাম রাব্বি আরো অনেকেই।
গানটি দৃশ্য ধারনে ছিলেন আরিফুল ইসলাম। সম্পাদনা করেছেন এস এম তুষার ও নেয়ামুল হাসান। পোষ্টার – সুমিত মজুমদার। ড্রোন মাহমুদুল ইসলাম। লাইট রতন মুল্লাহ। মেকাপ রাইহান। গাড়ি মোশারফ। প্রোডাকশন চিকুট ফিল্মস।