জাপা নেতা রাঙ্গার স্ত্রীর ইন্তেকালে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির শোক।
সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব মোঃ মসিউর রহমান রাঙ্গার স্ত্রী রাকিবা নাসরিন মারা গেছেন। রোববার রাত ১২টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
৫৫ বছর বয়সী রাকিবা নাসরিন ক্যান্সারে ভুগছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
রাকিবা নাসরিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ।
সোমবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।পরে রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।