ছাত্রদলের দুই নেতাকে তুলে নেওয়ার অভিযোগ, তাদের দ্রুত খুঁজে বের করার আহবান জাতীয় মানবাধিকার সমিতির।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিনকে গত বিকেলে আইনশৃঙ্খলাবাহিনী পরিচয়ে ও এর আগের রাত দেড়টায় বরগুনা উপজেলা শাখার সদস্য সচিব মোঃ ইমরান হোসেনকে সিআইডি পরিচয়ে তার বাড়ি থেকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ।
একদিন পেরিয়ে গেলেও এখনও স্বীকার করছে না রাষ্ট্রীয় কোন সংস্থা বা তাদেরকে এখনও জনসন্মুখে হাজির করেনি ।
উদ্ভুত পরিস্থিতিতে, তাদের দ্রুত খুঁজে বের করে তাগিদ দেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন।
মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গুম একটি মানবাধিকার বিরোধী কর্মকান্ড। এই ধরনের অপরাধ বৃদ্ধি পেলে দেশের সার্বিক অগ্রগতি সাধন সম্ভব নয়।কেননা, সবকিছুর উর্দ্ধে মানবাধিকার নিশ্চিত করতে হবে।
এই ঘটনায় তাদের পরিবার চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এবং অবিলম্বে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ও নিখোঁজ নেতাদের খুঁজে বের করার আহবান জানান।