বৃদ্ধাশ্রমে ‘স্বপ্নছায়া’র ব্যতিক্রমী ভেলেনটাইন দিবস
১৪ ফেব্রুয়ারি ও পহেলা ফাল্গুনে স্বপ্নছায়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃদ্ধাশ্রমের অনুষ্ঠানে তাদের সাথে খাবার গ্রহণসহ নানা রকম আনন্দের মাধ্যমে আজকের এই দিনটি পালন করা হয়।
গাজীপুরের কাপাসিয়ায় আব্দুল আলী বৃদ্ধাশ্রমে স্বপ্নছায়া ফাউন্ডেশনের ভলেন্টিয়াররা বৃদ্ধাশ্রমে থাকা সকল সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় এবং খোশ গল্পের মাধ্যমে তাদের সাথে একান্তে সময় কাটায়। পরবর্তীতে তারা সকলে মিলে একসাথে দুপুরের খাবার গ্রহণ করেন।
অনুষ্ঠান চলাকালীন উপস্থিত হয় কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান আ্যডঃ আমানত হোসেন খান তিনি স্বপ্নছায়ার এই ভিন্নধর্মী আয়োজন দেখে খুবই প্রশংসা করেন একই সাথে ভবিষ্যতে স্বপ্নছায়া ফাউন্ডেশন এর সকল কাজে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন।
স্বপ্নছায়া ফাউন্ডেশন এর এসকল তরুণেরা বিভিন্ন সামাজিক কাজ করার পাশাপাশি শিক্ষা বিষয়ক কার্যক্রম পরিচালনা করে।