স্বপ্নের বাজার নামে একটি সুপার শপের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় চরফ্যাশন উপজেলার শরীফপাড়া সদরে এ শপটি উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র এম মোরশেদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জিন্নাগর ইউপি চেয়ারম্যান মো. হোসেন মিয়া, ইউসিবি ব্যাংক চরফ্যাশন শাখার ব্যবস্থাপক শামস উদ্দিন নির্ঝর। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম আবু সিদ্দিক,সহ-সভাপতি কামাল হোসেন মিয়াজি,সরকারি কলেজ জামে মসজিদের ইমাম মো. মজিবুর রহমান,খাসমহল জামে মসজিদের ইমাম মাওলানা মো. রফিকুল ইসলামসহ আরো অনেকে। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত শেষে শপটি ফিতা কেটে শুভ উদ্বোধন করেন মেয়র মোরশেদ।
সুপার শপের পরিচালক জানান, এখানে স্বাস্থ্যসম্মত নিরাপদ খাদ্য ও সবজি তরকারী, মুদি, বাইনারি, ফল, কসমেটিক্স, সিরামিক, ফেব্রিক্স, ইলেকট্রনিক্স, প্লাস্টিক, মেলামাইন, বেকারি, ফাস্টফুড, ওষুধ এবং মৃত্তিকা পণ্যসহ শত,শত সামগ্রী বিক্রয় করা হয়। যাতে উপজেলাবাসী সাধ্যের মধ্যে এখান থেকে নির্ভেজাল কেনাকাটা করতে পারে সে জন্য এ সুপার শপের উদ্যোগ নেয়া হয়েছে।