মহুয়া এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন।
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ রেলস্টেশনে মহুয়া এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার সকালে লাইনচ্যুত ট্রেন সরিয়ে নেওয়ার পর ওই লাইনে রেল চলাচল স্বাভাবিক হয়েছে বলে কওরাইদ স্টেশন মাস্টার মো. আল আমিন জানিয়েছেন।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে নেত্রকোণাগামী মহুয়া এক্সপ্রেস কাওরাইদ স্টেশনে আসার পর ২ নম্বর লাইনে এর ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ২ নম্বর লাইন সাময়িক বন্ধ থাকলেও অন্য লাইন দিয়ে রেল চলাচল স্বাভাবিক থাকে।
স্টেশন মাস্টার আল আমিন বাংলাদেশ প্রতিবেদনকে বলেন, মহুয়া লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে ঢাকা ও ময়মনসিংহ থেকে উদ্ধারকারীরা আসেন। তারা রাত ৯টা নাগাদ দুটি বগি এবং শুক্রবার ভোর ৫টার দিকে ইঞ্জিনটি উদ্ধার করেন। দুর্ঘটনার প্রায় ১৭ ঘণ্টা পর শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ২ নম্বর লাইনটি সচল হয়। এতে ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
রেলওয়ে ঢাকা বিভাগের সহকারী পরিচালক (অপারেশন) মো. সাইদুর রহমান জানান, সহকারী পরিবহন কর্মকর্তা মো. আমিনুল হককে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে।