গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস
জয়দেবপুর তিতাস জোনাল বিপণন ও গাজীপুর জেলা প্রশাসন মহানগরের গাছা থানার কামারজুরী এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে ।
বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফুন্নাহার রিতার নেতৃত্বে অবৈধ গ্যাস পাইপ লাইন বিচ্ছিন্ন করতে ভ্রাম্যম্যাণ আদালত পরিচালিত হয়।
এসময় অভিযানে কামারজুরীর তিনটি পয়েন্টে অবৈধভাবে স্থাপিত ২ কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থল ও ৪৫০ মিটার পাইপ লাইন অপসারণ করা হয়। এতে করে ৫০০টি বাড়ির ১ হাজার অবৈধ চুলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়।
ভ্রাম্যম্যাণ আদালত অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা করেন।
তিতাস গ্যাস অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী নৃপেন্দ্র নাথ সাংবাদিকদের বলেন, যারা অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ করছেন এবং সাধারন মানুষকে টাকার বিনিময়ে অবৈধ সংযোগ দিয়ে দুর্ঘটনার দিকে ঠেলে দিচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানটিতে প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফ, মো. আসাদুজ্জামান আজাদ, কে.এইচ.ফয়সাল আহম্মেদ, মো. আমজাদ হোসেন, মো.জাবের নুরানী, রাকীব হাসান, ইকবাল হোসেন চৌধুরীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।