এগিয়ে আছেন সেলিনা হায়াৎ আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভোটের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা চলছে। আজ রোববার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ হয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে ফল ঘোষণা শুরু হয়েছে। রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার ফল ঘোষণা করছেন। তাঁর ঘোষিত ৫৫টি কেন্দ্রের ফলাফলে প্রায় ১৪ হাজারের ভোটে এগিয়ে আছেন নৌকা প্রতীকের সেলিনা হায়াৎ আইভী।
৫৫ কেন্দ্রের ভোটের ফলাফলে দেখা গেছে, সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ৩৭ হাজার ৭৯৯ ভোট। আর হাতি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার পেয়েছেন ২৩ হাজার ৮২৬ ভোট।