সুনামগঞ্জে স্বামী স্ত্রীর লাশ উদ্ধার।
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশায় নিজ বাড়ি থেকে স্বাধীন আক্তার ও তার স্বামী বাচ্চু মিয়া নামে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকেলে উপজেলার টানমেউহারী গ্রামের বাড়িতে তাদের মরদেহ পাওয়া যায়।
ধর্মপাশা থানা পুলিশ জানায়,উপজেলার টানমেউহারী গ্রামের নিজ বাড়িতে স্বাধীন আক্তার ও তার স্বামী বাচ্চু মিয়া স্বামী-স্ত্রীর মধ্যে অনেক দিন ধরেই নানা বিষয়ে কলহ চলছিল। বাচ্চু মিয়া জুয়া খেলায় আসক্ত ছিলেন।মঙ্গলবার দিনে ও রাতে তাদের চলাফেরা করতে দেখলেও বুধবার বিকেল পর্যন্ত তাদের কেউই বাড়ি থেকে বের না হওয়ায় প্রতিবেশীদের সন্দেহ হলে বিকেলে পরিবারের লোকজন ঘরের বেড়ার ফাঁকে উঁকি দিয়ে দেখেন বাচ্চুর মিয়ার ঝুলন্ত লাশ ও রুমের এক কোণে স্বাধীন আক্তারের মরদেহ পড়ে আছে। এই বিষয়টি ধর্মপাশা থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করে।
ঘটনাটি নিশ্চিত করে সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান জানান,পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করে বাচ্চু আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।