শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার।।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের একটি টীম অভিযান চালিয়ে ৯০০০ পিস ইয়াবা ও ৬৫ গ্রাম আইস সহ সৈয়দ করিম (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বুধবার ১২ জানুয়ারী বিকাল ৪ টার দিকে টেকনাফ থানাধীন মেরিন ড্রাইভ রাজাছড়া এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় ডিএনসির টীমের উপস্থিতি টের পেয়ে মুলহোতা সাইফুলসহ আরও বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল।
ধৃত সৈয়দ করিম টেকনাফ মিটা পানির ছড়া এলাকার আলী আহমদের ছেলে ও টেকনাফ সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড দক্ষিণ লেঙ্গুরবিলের বাসিন্দা সীমান্তের মাফিয়া ডন সাইফুল ইসলামের সেকেন্ড ইন কমান্ড বলে জানা গেছে।
সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল জানিয়েছেন, মাদক ব্যবসায়ী সৈয়দ করিম সীমান্তের সংঘবদ্ধ ইয়াবা পাচারকারী সিন্ডিকেট সদস্য। ইয়াবা ও আইস পাচারকারী চক্রের মুল হোতা সাইফুল ইসলাম পলাতক।
এব্যাপারে ধৃত ব্যক্তি ও পলাতক সহযোগীদের বিরুদ্ধে মামলার প্রতিক্রিয়া চলছে বলে জানান তিনি।