শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার।।
কক্সবাজার উত্তর বনবিভাগের স্পেশাল টীম কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে পৃথক অভিযান চালিয়ে ৩৪০ ঘন ফুট চোরাই কাঠ সহ দুটি মিনি ট্রাক আটক করেছে। মঙ্গলবার (১১ জানুয়ারী) মধ্যরাত পর্যন্ত মহাসড়কের কালির ছড়া, ডুলহাজারা ও চকরিয়ায় এই অভিযান চালানো হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করেন উত্তর বন বিভাগের স্পেশাল টীমের অফিসার ইনচার্জ (ওসি) ও শহর রেঞ্জ কর্মকর্তা
একেএম আতা এলাহী।
তিনি বলেন, মঙ্গলবার ১১ জানুয়ারী রাত আনুমানিক ৯ টার সময় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও কালিরছড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ১২০ ঘনফুট জ্বালানী কাঠ জব্দ করা হয়। একই দিন রাত আনুমানিক রাত ১০ টায় চকরিয়ায় অভিযান চালিয়ে ১০০ ঘনফুট আকাশমনি গোলকাঠ সহ একটি মিনি ট্রাক (ডাম্পার) জব্দ করে ফাসিয়াখালী রেঞ্জ হেফাজতে রাখা হয়। মঙ্গলবার দিনগত রাত ১২ টায় চকরিয়া ডুলাহাজারা বাজার এলাকা হতে ১০০ ঘনফুট বিভিন্ন প্রজাতির চিরাইকাঠ সহ মিনি পিকআপ গাড়ী জব্দ করে ফাসিয়াখালী রেঞ্জ হেফাজতে রাখা হয়েছে।