মানিকগঞ্জে আল মদিনা জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা।
এস কে সুমন মাহমুদ/মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
মানিকগঞ্জে ভুয়া বিজ্ঞাপন দিয়ে রোগীদের সাথে প্রতারণা করার অপরাধে আল-মদিনা জেনারেল হাসপাতালের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট।
রোবাবর (৯ জানুয়ারি) রাত ৯টার সময় র্যাব-৪ এর সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেনের নেতৃত্বে একটি টিম ও মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহ মো. জুবায়ের রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ হাসপাতালে অভিযান চালান।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহ মো. জুবায়ের জানান, মানিকগঞ্জ জয়রা রোডে অবস্থিত আল-মদিনা জেনারেল হাসপাতাল ভুয়া বিজ্ঞাপন দিয়ে দীর্ঘদিন ধরে রোগীদের সাথে প্রতারণা করে আসছিল। এসব অভিযোগে রাতে এ হাসপাতালে অভিযান চালানো হয়।
এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪৪ ধারার অপরাধে হাসপাতালের মালিক মো. আরশেদ আলীকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।