শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার।।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আজ ৮ জানুয়ারী শনিবার কক্সবাজারে আসছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু’।
কক্সবাজার জেলা প্রশাসন সুত্রে জানা গেছে, তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু’ শনিবার ভোরে ঢাকায় অবতরণের পর, সকাল ৭ টা ৪৫ মিনিটে বিশেষ বিমানযোগে একটি প্রতিনিধিদলসহ সোলাইমান সয়লু’র কক্সবাজার বিমান বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
কক্সবাজার পৌঁছানোর পর ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি তাঁকে অভ্যর্থনা জানাবেন।
এরপর সকাল ৮টা ৪০ মিনিটে প্রতিনিধিদলটি কক্সবাজার শহর থেকে উখিয়ার রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের উদ্দেশ্যে যাত্রা করবে।

উখিয়ায় পৌঁছে সকাল ১০টায় তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু’ ৯নং রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত তুর্কি ফিল্ড হাসপাতাল পরিদর্শনে যাবেন। যেখানে তিনি বৃক্ষরোপণ সহ নানা কার্যক্রম উদ্বোধনে অংশ নিবেন তিনি।
হাসপাতাল পরিদর্শন শেষে ক্যাম্প-১৭ তে pরোহিঙ্গার মানবিক সহায়তায় তুরস্কের বিভিন্ন সংস্থা পরিচালিত চলমান প্রকল্পগুলো পর্যবেক্ষণের পাশাপাশি উপকারভোগী রোহিঙ্গা শরনার্থীদের সাথে সীমিত মতবিনিময়ে অংশ নিবেন।
উখিয়া থেকে ফিরে একইদিন দুপুর আড়াইটায় বিশেষ বিমানযোগে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রী।
শনিবার বিকেলে ঢাকায় পৌঁছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে তিনি দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন এবং রাতেই একদিনের সফর শেষে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।