অ্যাশেজ চলাকালীন ইংলিশ প্রিয় তারকার থেকে নিজের টাক মাথায় অটোগ্রাফ নিলেন এক সমর্থক!
ম্যাচ চলাকালীন এক ভক্ত ইংলিশ স্পিনার জ্যাক লিচের কাছে বিচিত্র আবদার করে বসেন। লিচ যখন বাউন্ডারি লাইন দিয়ে হেঁটে আসছিলেন, তখন সেই ভক্ত নিজের টাক মাথা এগিয়ে দিয়ে লিচকে অটোগ্রাফ দিতে অনুরোধ করেন। লিচ বিস্মিত হয়ে হেসে দেন। এরপর ভক্তের আবদার মিটিয়ে মাথায় অটোগ্রাফ দেন তিনি।
বিষয়টি ইতোমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
উল্লেখ্য, প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগেই ইংল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। অর্থাৎ, ৮ উইকেট হারিয়ে ৪১৬ রান করার পরই ইনিংস ঘোষণা করে দেন অস্ট্রেলিয়া অধিনায়ক। অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়েছেন উসমান খাজা।