ফকিরহাটে পলিথিন ব্যাগ বিক্রির অভিযোগে ৬ ব্যাবসায়ীকে জরিমানা।
সোহেল রানা/বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটঃ জেলার ফকিরহাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে, নিষিদ্ধ পলিথিন ব্যাগ বিক্রির অপরাধে ৬ মুদি ব্যাবসায়ীকে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি ) দুপুর ১ টার দিকে ফকিরহাট বাজার সদরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) বিধান কান্তি হালদার।
এসময়, ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সকলের উদ্দেশ্যে পলিথিন ব্যাগের ক্ষতিকর দিক তুলে ধরেন এবং সকলকে পলিথিন ব্যাগ পরিহারের জন্য অনুরোধ করেন। ভবিষ্যতে কেহ পলিথিন ব্যাগ কেনাবেচা করলে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে বলে জানান তিনি।