টিকা ছাড়া স্কুল নয়!
মোঃ নাজমুল হাসান,ব্রাহ্মণপাড়া, কুমিল্লা প্রতিনিধিঃ
স্কুল শিক্ষার্থীদের মধ্যে যাদের বয়স ১২ বছরের বেশি তাদের করোনাভাইরাসের টিকার অন্তত এক ডোজ নেয়া না থাকলে তারা স্কুলে যেতে পারবেন না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
সাংবাদিকদের তিনি বলেন, ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়কে এ বিষয়ে বলা হয়েছে। ৩ জানুয়ারি এ বিষয়ে আলোচনা হয়েছে, আর আজ কেবিনেট বৈঠকে শিক্ষামন্ত্রীকে বলা হয়েছে। এতক্ষণে শিক্ষা মন্ত্রণালয় নিশ্চয় এ ধরনের নির্দেশনা দিয়ে দিয়েছে।
গতবছরের শেষে এসএসসি পরীক্ষা আগে সরকার ঢাকায় ১২ থেকে ১৮ বছর বয়সীদের করোনাভাইরাসের টিকা দেয়া শুরু করে। চলতি মাসেই সারা দেশে ওই বয়সী শিক্ষার্থীদের জন্য সড় পরিসরে টিকাদান শুরু হওয়ার কথা।
রেস্টুরেন্ট, শপিং কমপ্লেক্স, বিমান ও ট্রেনে টিকা সার্টিফিকেট ছাড়া চলাচল করা যাবে না, এ বিষয়ে বাধ্যবাধকতা আসছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।
মাস্ক ছাড়া বাসার বাইরে বের হলে আইনানুগ ব্যবস্হা নেয়ার জন্য সারাদেশে জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়ার কথা জানান মন্ত্রিপরিষদ সচিব।