শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার।।
কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর একটি টীম কলাতলি সুগন্ধা পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
ডিএনসি কক্সবাজারের
সহকারী পরিচালক (এডি) মোহাম্মদ রুহুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে ৫ জানুযারী বিকালে এ অভিযান চালানো হয়।
কক্সবাজার সদর মডেল থানাধীন সুগন্ধা পয়েন্ট কলাতলী রোডস্থ এবি গার্ডেন হোটেলের পূর্ব পাশে রাস্তার ওপর থেকে আটক করা হয় কক্সবাজারের
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৬ নং ওয়ার্ড, ঝিমংখালী শুক্কুরের বাড়ি এলাকার আবদুর রশীদের ছেলে মো. মোরশেদ (২২) ও একই এলাকার কামাল হোসেনের ছেলে রবিউল হাসান (২৩)।
এঘটনায় পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়।