দোয়ারাবাজারে প্রতিপক্ষের হামলা, মারধর ও বাড়িঘর ভাঙচুর।
দোয়ারাবাজার,সুনামগন্জ থেকে/কামাল পারভেজ:
সুনামগঞ্জের দোয়ারাবাজারের পল্লীতে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর দখল, ভাঙচুরসহ মারধরের ঘটনা ঘটেছে। বুধবার সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলার পাড় গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মৌলারপাড় গ্রামের রফিকুল ইসলাম রফু ও একই গ্রামের আল আমিনের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। এরই জের ধরে বুধবার সকালে আল আমিনের নেতৃত্বে তার লাঠিয়াল বাহিনী দেশিয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষ রফিকুল ইসলাম রফুর মেয়ের বাড়িঘর দখল করে উপর্যুপরি ধংসযজ্ঞ চালায়। এ সময় ঘর দরজা ভাংচুরসহ বেধড়ক মারধর করে। এতে অন্তত ৩ জন আহত হয়েছে।
রফিকুল ইসলাম রফু বলেন, প্রতিপক্ষের সাথে দীর্ঘদিন ধরে আমার জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। ধর্ষণের চেষ্টা মামলা করায় তারা ক্ষিপ্ত হয়ে আবারও হামলা করে ও বাড়িঘর সম্পূর্ণ ভাঙচুর করে এবং বাড়িতে পুরুষ না থাকায় তারা মহিলাদের ধর্ষণের চেষ্টা চালায়। ২০০৯ সাল থেকে তারা আমার জমিজমা দখল করার চেষ্টা করছে। আদালতের রায় উপেক্ষা করে তারা এখন জোরপূর্বক আমাদের জায়গা দখল করতে চাচ্ছে। সকালে হামলা করার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলেও পুলিশ চলে যাওয়ার পর ওইদিন বিকালে আবারও আমাদের উপর হামলা করে প্রতিপক্ষের অস্ত্রধারীরা।
জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, রফিকুল ইসলাম রফুর পরিবারের উপর হামলা চালিয়ে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।