জেঁকে বসেছে শীত দাপট ছড়াচ্ছে কুয়াশা।
জুয়েল নাগ,মিরসরাই:
হাঁড়ভাঙ্গা শীতের দাপট শুরু হয়ে গেছে,শীত মোকাবেলায় প্রয়োজন বাড়তি আয়োজন।শিশু- বৃদ্ধের জন্য আরো যত্নশীল হতে হবে।
৫ জানুয়ারি সকাল আট টা বেজে গেছে,সূর্যি মামা দেখা মিলছেনা।মনে হয় এখন ভোর ৪ টা।রাস্তায় বের হতে কুয়াশায় ঢাকা চারপাশ,কাছাকাছি না আসা পর্যন্ত কাউকে দেখা যাচ্ছে না। কিছু দিনমজুর বের হয়েছে কাজের সন্ধানে। মিরসরাই এর জোরারগন্জের চিত্র।সারা মিরসরাই এ চিত্র দেখা গেছে। দাপট ছড়াচ্ছে কুয়াশা সাথে দারুন শৈত প্রবাহ।শীত যেন জেঁকে বসেছে। আজকের আবহাওয়া অবস্থা সর্বোচ্চ ২৫.৮ ডিগ্রী সে., সর্বনিম্ন ১৪.৯ ডিগ্রী সে. সর্বোচ্চ ২৬.৩ ডিগ্রী সে.।এভাবে আরো তাপমান কমার আশঙ্কা আছে। কিছুদিন থাকবে শৈতপ্রবাহ।
উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিদিন বিকাল থেকেই কুয়াশা পড়া শুরু হয়। রাতভর টিপটিপ করে বৃষ্টির মতো কুয়াশা ঝরে। দুপুরের দিকে কিছু সময় রোদের ঝলক দেখা গেলেও তাপ ছড়ানোর আগেই কুয়াশায় ঢেকে যায় আকাশ।
এদিকে ছিন্নমূল মানুষের কষ্ট বৃদ্ধি পাচ্ছে, কিছু কিছু সেচ্ছাসেবী শীতবস্ত্র বিতরন শুরু করেছে।আরো অনেকে শীত বস্ত্র বিতরনের প্রস্তুতি গ্রহন করেছে।মানুষকে সেবা দেওয়ার জরুরী সময় এটি। বয়ষ্কর পাশাপাশি শিশুদের কে শীতবস্ত্র দেওয়াটা জরুরী
অপরদিকে কিছু মানুষ তাদের সোনালী ধান ঘরে তোলার শেষ মহূর্তে।পিঠাপুলি তৈরীতে ব্যস্ত অনেক গৃহিণী।খেজুরের রস দিয়ে পিঠা আশ্বাদন করবে কেউকেউ। এটা এখন গ্রামের প্রচলিত দৃশ্য। দুপুর হলে কুয়াশা ভেঙ্গে মুখ দেখাবে সূর্য বয়ষ্করা রোদ পোহাবে,শিশুরা খেলবে মাঠে।এভাবে কেউ শীতকে মোকাবেলা করবে আর কেউ শীতের উষ্ণতা উপভোগ করবে।