গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কেউ মারা যায়নি, নতুন করে ১১ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। নতুন রোগীদের মধ্যে সাত জন ঢাকার এবং বাকি চার জন ঢাকার বাইরের বিভিন্ন বিভাগের।
রোববার (২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বর্তমানে ৬৪ জন ডেঙ্গু রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৩২ জন রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৩২ জন সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
নতুন বছরে এখন পর্যন্ত ১৫ জন রোগী ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার ৪৯জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এছাড়া চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।