শ্রীপুরের মাওনায় বিদ্যুৎপৃষ্ঠে রং মিস্ত্রির মৃত্যু
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় একটি বাণিজ্যিক ভবনের দেওয়ালে রঙের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠে এক রঙ মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়।
শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার বাণিজ্যিক ভবন আজাদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এঘটনা ঘটে।
নিহত ব্যাক্তি উপজেলার টেপিরবাড়ি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মোঃ দুলাল মিয়া (৪০)।
স্থানীয় সূত্র জানায়, আজাদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় দেওয়ালে রং করতে গিয়ে অসাবধানতাবশত ৩৩ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন দুলাল। বিদ্যুৎস্পর্শে আগুনে পুড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। দেয়ালে ঝুলানো মইয়ের পাটাতনে বেশ কিছুক্ষণ ঝুলেছিল দুলালের মরদেহ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে মরদেহ নামিয়ে আনেন।
শ্রীপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, আমরা মরদেহ উদ্ধার করেছি। বৈদ্যুতিক স্পর্শে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শ্রীপুর থানা কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের পর বিস্তারিত বলা যাবে।